Site icon The Bangladesh Chronicle

‘বাংলাদেশের কাছে আফগানদের হার সত্যিকারের অঘটন’

বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জয় দিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা ৬ ম্যাচ হেরে সবার আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে টাইগাররা। শঙ্কা জেগেছে আসন্ন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলার যোগ্যতা অর্জন করতে পারবে কিনা তা নিয়ে। এদিকে সাকিবদের ভরাডুবির পর ভারতীয় ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া মনে করছেন আফগানিস্তানের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হারটি সত্যিকারের অঘটন এবারের বিশ্বকাপে।

৮ পয়েন্ট নিয়ে বর্তমানে পাঁচ নম্বরে আছে আফগানিস্তান। যেখানে তাদের উপরে আছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ভারত। রোহিত শর্মার দল বাদে এখনও কারও সেরা চার নিশ্চিত নয়। শেষ তিনটি জায়গার জন্য এখন লড়াই চলছে আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে।

বাংলাদেশকে যদি প্রথম ম্যাচে হারাতে পারতো তাহলে ১০ পয়েন্ট নিয়ে তিনে থাকত আফগানিস্তান। তাতে করে সেমিফাইনালে যাওয়ার পথ আরও খানিকটা সহজ হতো তাদের জন্য। পয়েন্ট তালিকার পাঁচে থাকা আফগানিস্তানের এখনো দুটি ম্যাচ বাকি। দলটির শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

দুটিতেই জিতলে সেমিফাইনালে উঠে যাবে তারা, কারণ চারটির বেশি দলের ১২ পয়েন্ট তোলার সুযোগ নেই। দুই ম্যাচের একটিতে জিতলেও ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ হওয়ার সম্ভাবনা থাকবে আফগানদের। আফগানিস্তানের বিপরীতে বাংলাদেশ আছে টেবিলের ৯ নম্বরে।

সমকাল

Exit mobile version