Site icon The Bangladesh Chronicle

বাংলাদেশকে বিশ্বকাপের সেমিফাইনালে আশা করেন সৌরভ

বাংলাদেশকে বিশ্বকাপের সেমিফাইনালে আশা করেন সৌরভ – ছবি : সংগৃহীত

দীর্ঘদিন পর বাংলাদেশ সফরে এসেছিলেন সৌরভ গাঙ্গুলি, বাংলাদেশে এসেই যেন খুলে দিয়েছেন কথার ঝাঁপি। ছোট এই সফরে কথা বলেছেন নানান বিষয়ে, বাংলাদেশ ক্রিকেট নিয়েও বেশ আশাবাদী তিনি। সাকিব-মুশফিকদের সম্পর্কে বেশ ভালোই ধারণা রাখেন গাঙ্গুলি, বিপিএলও তার চোখ এড়ায়নি।

আজ বাংলাদেশ ছাড়ার আগে গণমাধ্যমের সাথে আলাপকালে উঠে আসে বাংলাদেশ নিয়ে তার বিস্তৃত ধারণার প্রতিচ্ছবি। বিপিএল ইতিহাসে প্রথম বাংলাদেশী হিসাবে এক মৌসুমে ৫০০ রান করা শান্তকেও স্মরণ করতে ভুলেননি সৌরভ।

সৌরভ বলেন, বাংলাদেশে অনেক ভালো ক্রিকেটার আছে। মাত্র সতের কোটি মানুষ, সেখান থেকেও এত প্রতিভা বের হয়, দেখার মতো! সাকিবের মতো অলরাউন্ডার আছে। মুশফিকুর আছে, এখন শান্ত ভালো খেলছে। আমি খবর রাখি তো, দেখি বাংলাদেশের খেলা।’

বিশ্বকাপের পরবর্তী আসর বসছে ভারতে। ফরম্যাট আর শক্তিমত্তা বিবেচনায় বাংলাদেশও যেখানে থাকবে পরাশক্তির কাতারে। সৌরভের সুরেও শোনা গেল তেমন আশাবাদী কথা। বিশ্বকাপে বাংলাদেশ কেমন করতে পারে? এমন প্রশ্নের জবাবে সৌরভ বলেন, ‘একটু যদি লাক আর ফর্ম থাকে আর তোমাদের স্পিনার আর পেসাররা যদি পারফর্ম করে তবে কোয়ার্টার ফাইনাল বা সেমি ফাইনাল অব্দিও যেতে পারবে।’

তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের অনেক উন্নতির সুযোগ দেখেন সৌরভ, পরামর্শ দেন পাওয়ার হিটিং বাড়ানোর।

সৌরভ বলেন, ‘টি-টোয়েন্টিতে একটু ভালো করতে হবে, এখানে পাওয়ার হিটিং প্রয়োজন হয়।’ অন্যান্য দেশের পাওয়ার হিটারদের উপমা টেনে সৌরভ যোগ করেন, আশাকরি কোচ যারা আছে, শুনলাম হাথুরুসিংহে আসছে; তারা একটু সময় দিলে ভালো হবে।’

Exit mobile version