Site icon The Bangladesh Chronicle

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের । – ছবি : ইউএনবি

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, ‘নির্বাচন পরিস্থিতি উন্নয়নে সরকারেরই উদ্যোগ নেয়া উচিত। আমরা দলীয় ফোরামে আলোচনা করব এবং সরকার চাইলে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রস্তাব দেব।’

সোমবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার দীর্ঘ দিন ক্ষমতায় থাকায় জনগণের আস্থা হারিয়েছে। আবার সাধারণ মানুষ বিএনপিকেও পছন্দ করে না। এমতাবস্থায় দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপি ছাড়া তৃতীয় শক্তি দেখতে চায়।

তিনি বলেন,‘জাতীয় পার্টি তৃতীয় শক্তি হিসেবে নির্বাচনে আবির্ভূত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।’

জি এম কাদের বলেন, তাদের দল দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন, টেন্ডারবাজি, রাজনীতিকরণ, চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্য দূর করার রাজনীতি করছে।

তিনি বলেন,‘দেশের মানুষ মনে করে, আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টি দেশ পরিচালনায় অনেক বেশি সাফল্য পেয়েছে। তাই দেশের মানুষ জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে দেখতে চায়।’

এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আদালতের সব নির্দেশনা মেনে চলি।

তিনি বলেন, হাইকোর্টের আদেশে জাতীয় পার্টির চেয়ারম্যানের দলীয় দায়িত্ব পালনের পথ পরিষ্কার হওয়ায় জাতীয় পার্টির নেতাকর্মী ও দেশের সাধারণ মানুষ খুশি।

সূত্র : ইউএনবি

Exit mobile version