মঙ্গলবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে জামেয়া নূরিয়া আশ্রাফাবাদে অনুষ্ঠিত সমমনা ইসলামী দলগুলোর এক সভায় শীর্ষ নেতারা এসব কথা বলেন। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সভায় গৃহীত সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় ইসলামী দলগুলোর শীর্ষ নেতারা বলেন, যেহেতু দেশের সাধারণ মানুষ মনে করে যে নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়। তাই সরকারকে ঘোষিত একতরফা তফসিল বাতিল করে তাদের (জনগণের) ন্যায়সংগত দাবি মেনে নিয়ে পুনঃ তফসিল ঘোষণা করতে হবে।
মঙ্গলবারের সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজীবুর রহমান হামিদী, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজীজুল হক ইসলামাবাদী ও জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া প্রমুখ।
প্রথম আলো