Site icon The Bangladesh Chronicle

বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান, ভারতকে দিল কড়া জবাব

নয়া দিগন্ত অনলাইন
ইন্টারনেট

যুবরাজ-ধাওয়ানদের টালবাহানা মেনে নিতে পারল না পাকিস্তান। ভারতকে কড়া জবাব দিল তারা। বড় সিদ্ধান্ত নিয়েছে দেশটি, আর কখনো খেলবে না ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস থেকে আজীবনের জন্য নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের একঘেয়েমি আর আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ এনে সরে দাঁড়িয়েছে তারা।

আয়োজকদের আচরণকে অসংলগ্ন দাবি করে ম্যাচ বর্জনকারী দলকে পয়েন্ট দেয়ার বিষয়টিকে ‘ভণ্ডামি ও পক্ষপাতদুষ্ট’ বলে আখ্যায়িত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

শনিবার বোর্ডের পরিচালনা পর্ষদের ভার্চ্যুয়াল বৈঠক শেষে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জানায় পিসিবি। বিবৃতিতে পিসিবি এই টুর্নামেন্টের আয়োজকদের একপ্রকার ধুয়েই দিয়েছে।

মূলত পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করেছিল ভারত লিজেন্ডসের বেশ কিছু ক্রিকেটার। এরপর শেষ চারের ফের দেখা হলেও চিরপ্রতিদ্বন্দ্বীদের সাথে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় ভারত।

পিসিবি বলেছে, ‘ম্যাচ বাতিলের সিদ্ধান্ত কোনো ক্রিকেটীয় কারণে হয়নি, বরং সুনির্দিষ্ট জাতীয়তাবাদী ধারণাকে তুষ্ট করে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

পিসিবির অভিযোগ, লিগ পর্বে ভারত বর্জন করায় পাকিস্তান পূর্ণ ২ পয়েন্টে পাওয়ার কথা থাকলেও তা হয়নি। আয়োজকরা পয়েন্ট ভাগাভাগি করেই বিতর্কিত বিষয়টি সমাধানের চেষ্টা করেন।

বিবৃতিতে পাকিস্তান আরো বলে, ‘আমরা এমন কোনো ইভেন্টে আমাদের খেলোয়াড়দের অংশ নিতে দিতে পারি না, যেখানে খেলার স্পিরিট রাজনীতির ছায়ায় ঢাকা পড়ে এবং স্পোর্টসম্যানশিপ ও জেন্টলম্যানস গেম এর মূল চেতনাকে নষ্ট করা হয়।’

ভারত ম্যাচ বয়কট করায় আয়োজক কমিটি দুঃখ প্রকাশ করলেও পিসিবি সেটিকে ‘লোকদেখানো ও মুখোশধারী পক্ষপাত’ বলে দাবি করছে।

পিসিবি বলেছে, ‘এই ক্ষমা প্রার্থনা স্বীকার করে যে, সিদ্ধান্তটি ক্রিকেটীয় মূল্যায়নের ভিত্তিতে নেয়া হয়নি। বরং নির্দিষ্ট এক জাতীয়তাবাদী বর্ণনার চাপের কাছে আত্মসমর্পণ করেই নেয়া হয়েছে।’

Exit mobile version