Site icon The Bangladesh Chronicle

বঙ্গোপসাগর থেকে ২০ জেলে জীবিত উদ্ধার

 


বঙ্গোপসাগর থেকে ২০ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ের নিকট মায়ের দোয়া-১ নামের মাছ ধরার একটি কার্গোর ইঞ্জিন নষ্ট হয়ে পড়লে আটকা পড়েন এসব জেলে।

শনিবার (২০ আগস্ট) রাতে তাদের উদ্ধার করা হয়। নৌবাহিনীর জাহাজ গোমতী তাদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে। এর আগে এদিন বিকেল থেকে উদ্ধার অভিযান শুরু করে নৌবাহিনী।

পিরোজপুরের হেলাল মৃধা মাছ ধরার কার্গোটির মালিক। একইসঙ্গে তিনি কার্গোটির মাস্টার।

/এমএন

Exit mobile version