Site icon The Bangladesh Chronicle

বঙ্গোপসাগরে ডুবল পদ্মা সেতুর পণ্যবাহী জাহাজ

Daily Nayadiganta

বঙ্গোপসাগরে ডুবল পদ্মা সেতুর পণ্যবাহী জাহাজ – নয়া দিগন্ত

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ডুবন্ত জাহাজের সাথে ধাক্কা লেগে আরেকটি পণ্যবাহী জাহাজডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় পণ্যবাহী জাহাজের নাবিকেরা মাছ ধরার ছোট নৌকায় উঠে প্রাণে রক্ষা পান।

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক মো: সেলিম।

তিনি আরো জানান, মঙ্গলবার সকালে জাহাজটি চট্রগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শিকার জাহাজটি হলো এম ভি হ্যাং গ্যাং-১। জাহাজটি পরিচালনা করছে এম জেড শিপিং লাইন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ওই স্থান এড়িয়ে চলতে লালবয়া স্থাপন করে। বার্জের মতো জাহাজটি যেখানে ডুবেছে, সেখানে গত শনিবার এমভি ফুলতলা-১ নামের একটি জাহাজ ডুবে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ সূত্র জানায়, ভাসানচর থেকে ১০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজটি দুর্ঘটনায় পড়েছে। জাহাজটিতে পদ্মা সেতুর জন্য মালামাল নেয়া হচ্ছিল। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে। পণ্যবাহী জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবন্ত জাহাজের সঙ্গে ধাক্কা খায়। এতে পণ্যবাহী জাহাজটি ডুবে যায়।

Exit mobile version