Site icon The Bangladesh Chronicle

ফেসবুক পোস্টের পর বিপাকে ঢাবি অধ্যাপক, দিতে হবে মুচলেকা

 

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

০১ মে ২০২৩

https://www.ittefaq.com.bd/641914

অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক . এস এম আমানুল্লার ফেসবুক পেজেজাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তকনিয়ে একটি পোস্টকে কেন্দ্র করে মুচলেকার শর্তে তাকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রোববার (৩০ এপ্রিল) অধ্যাপক আমানুল্লাহর ওই পোস্টকে ‘মনগড়া ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের একটি প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় উত্থাপন করা হলে সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জনসংযোগ দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক আমানুল্লাহর ফেসবুক পোস্ট পাঠ্যপুস্তক, সরকারের শিক্ষানীতি ও ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার একটি অপপ্রয়াস। তিনি ইতিমধ্যে তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন। ভবিষ্যতে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড ও আচরণ করবেন না মর্মে লিখিত মুচলেকা দেওয়ার শর্তে তার ক্ষমা প্রার্থনার আবেদন সভায় মঞ্জুর করা হয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্তের বিষয়ে জানতে অধ্যাপক আমানুল্লাহকে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

ইত্তেফাক/এসজেড

Exit mobile version