- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ অক্টোবর ২০২২, ২৩:১১
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। সোমবার নেদারল্যান্ডসকে হারিয়েছে ৯ রানে। এই জয়ে দীর্ঘ ১৫ বছর পর বিশ্বকাপের মূল পর্বে জেতার স্বাদ পেয়েছে টাইগাররা। তবে এই জয়ে বড় ভূমিকা ছিল ভালো ফিল্ডিংয়ের। এই ম্যাচে বেশ কিছু ভালো ফিল্ডিং দেখা গেছে টাইগার ফিল্ডারদের থেকে।
প্রথম বলেই ইয়াসির রাব্বির দারুণ ক্যাচের পর নুরুল হাসান সোহানের বরাবরের মতো অনবদ্য কিপিংয়ে জোড়া উইকেটের দেখা পায় বাংলাদেশ। যেখানেই মূলত ম্যাচ জয়ের ভিত্তি গড়ে উঠে। তাছাড়া দু’টা গুরুত্বপূর্ণ রান আউটও ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। যদিও বেশ কিছু বাজে ফিল্ডিংও পরিলক্ষিত হয়েছে, তবে ভালো ফিল্ডিংই ম্যাচটাকে বাংলাদেশের করে দিয়েছে।
যা নিয়ে কথা বলেন অধিনায়ক সাকিব আল হাসানও। বিশ্বকাপে বয়সের দিকে সব থেকে তরুণ দলের ফায়দা নিতে চান সাকিব। তিনি বলেন, ‘ফিল্ডিংয়ে আমরা বিশ্বের অন্যতম সেরা হতে পারি। আমাদের বেশীরভাগ ক্রিকেটার তরুণ ও ক্ষিপ্ত। আমি বিশ্বাস করি ফিল্ডিংয়ে যদি ৫ থেকে ১০ রান আটকাতে পারি, সেটাও ম্যাচে পার্থক্য গড়ে দেবে।’
এই সময় ম্যাচ জয়ের অন্যতম দু’নায়ক তাসকিন ও হাসান মাহমুদকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সাকিব। তিনি বলেন, ‘আমরা এখন ভালো পেস বোলারের গুরুত্ব বুঝেছি। আমরা দারুণ কিছু তরুণ পেসার পেয়েছি। হাসান মাহমুদ তাদের একজন। আর গত দুই-তিন বছর ধরে তাসকিন আমাদের লিডিং পেস বোলার। সব মিলিয়ে আমি বিশ্বাস করি, আমাদের পেস বোলিং লাইনআপ দূর্দান্ত।’