Site icon The Bangladesh Chronicle

ফাইনালে ম্যানসিটি-ফ্লুমিনেন্স, কবে-কোথায়

সৌদি আরবের ক্লাব আল আহলিকে ২-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। অন্যদিকে গত মৌসুমে ট্রেবল জয়ী প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে জাপানের ক্লাব উরাউরা রেডসকে হারিয়েছে।

ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের লড়াইয়ে দুই দল আগামী ২৩ ডিসেম্বর মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি। সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে বসবে দুই দলের শিরোপা জয়ের লড়াই।

অন্যদিকে ম্যানসিটির ডাগ আউটে আছেন মাস্টার মাইন্ড পেপ গার্দিওলা। বিশ্বের সেরা সেরা সব ফুটবলারে ঠাসা সিটিজেন শিবির। শক্তির ব্যবধানে ম্যানসিটির চেয়ে ফ্লুমিন্সে তাই বেশ পিছিয়ে। তবে ক্লাব বিশ্বকাপে এর আগে ব্রাজিলের ক্লাব সাফল্য পেয়েছে।

সমকাল

Exit mobile version