- নয়া দিগন্ত অনলাইন
- ১০ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৮, আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২, ১৭:০০
আগামীকাল এশিয়ার কাপের ১৫তম আসরের টি-টোয়েন্টি ফরম্যাটের ফাইনালে মাঠে নামছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। ফাইনালে জয়ের ক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে এগিয়ে লঙ্কানরাই। এর আগে এশিয়া কাপের ফাইনালে তিনবার মুখোমুখি হয়েছে দেশ দুটি। এর মধ্যে দু’বার জয় পায় শ্রীলঙ্কা, একবার পাকিস্তান।
ওয়ানডে ফরম্যাটে ১৯৮৬ সালে এশিয়া কাপের দ্বিতীয় আসরে ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা। কলম্বোতে হওয়া ফাইনালে ৪৫ ওভারের ম্যাচে প্রথম ব্যাট করে নয় উইকেটে ১৯১ রান করে পাকিস্তান। জবাবে ৪৩তম ওভারেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
এরপর ২০০০ সালে বাংলাদেশে হওয়া এশিয়া কাপের ফাইনালে আবারো দেখা হয় শ্রীলঙ্কা ও পাকিস্তানের। ওই ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রতিশোধ নেয় পাকিস্তান। ৩৯ রানে ওই ম্যাচটি জিতে প্রথমবারের মত এশিয়া কাপ জয়ের স্বাদ পায় পাকিস্তান। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়া ৫০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৭৭ রান করে পাকিস্তান। জবাবে ২৩৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
২০১৪ সালে এশিয়া কাপের ফাইনালে তৃতীয়বারের মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও পাকিস্তান। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত আসরের ফাইনালে শ্রীলঙ্কা ৫ উইকেটে হারায় পাকিস্তানকে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ২৬০ রান করে পাকিস্তান। জবাবে ২২ বল বাকি রেখে ফাইনাল জিতে নেয় শ্রীলঙ্কা।