Site icon The Bangladesh Chronicle

ফাঁকা ঢাকা, ‘পাখির চোখে’ দেখা

আবদুস সালাম
০১ এপ্রিল ২০২০
করোনাভাইরাস মোকাবিলায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ছুটির মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হবে। তাহলে কার্যত ছুটির মেয়াদ ১১ এপ্রিল পর্যন্ত হচ্ছে। কারণ ৯ এপ্রিল পবিত্র শবে বরাত। এর পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তবে যেসব অফিস খুবই প্রয়োজন, ছুটিতে সেগুলো চালু থাকবে। লম্বা ছুটিতে ফাঁকা হয়ে পড়েছে রাজধানী। খুব প্রয়োজন ছাড়া নগরবাসী ঘর থেকে বের হচ্ছেন না। বিভিন্ন স্থান থেকে ফাঁকা ঢাকার অ্যারিয়েল ছবিগুলো বুধবারের।

নিস্তব্ধ ও জনশূন্য নিউমার্কেট।

সুনসান হয়ে পড়েছে মানিক মিয়া অ্যাভিনিউ।
মহাখালী ফ্লাইওভার এলাকার চিত্র।
গুলশান-১ নম্বর গোলচত্বর এলাকার চিত্র।
হাতিরঝিলের সড়কগুলোও ফাঁকা।
যানবাহন নেই মগবাজার-মৌচাক উড়ালসড়কে।
কাকরাইল মোড়ের অন্য রকম চিত্র।
বদলে গেছে জিরো পয়েন্ট এলাকার চিরচেনা রূপ।
স্থবির মতিঝিল এলাকা।
সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ছাড়ছে না দূরপাল্লার বাস।
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের চিত্র।
শ্যামবাজার এলাকার টার্মিনালে ভিড়ে আছে লঞ্চগুলো।

Exit mobile version