Site icon The Bangladesh Chronicle

ফরমায়েসি তফসিল ঘোষণা করে কমিশন দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে


বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, ‘নির্বাচন কমিশন বলেছিল যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে তারা বদ্ধপরিকর। কিন্তু তারা কথা রাখেনি। ফরমায়েসি তফসিল ঘোষণা করে কমিশন দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে এবং বর্তমান সরকারকে খালি মাঠে গোল দেয়ার সুযোগ করে দিয়েছে।’ বিবৃতিতে তিনি ২৯ জন নেতাকর্মীকে উদ্দেশ্যমূলকভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, ‘সরকার কিছু স্বার্থপর সুযোগ, সন্ধানী দলছুট লোক কিনে ভূঁইফোড় দল সৃষ্টি করে জাতিকে ধোঁকা দেয়ার অপচেষ্টা করছে। আমরা তাদের এই অপরাজনীতির ধিক্কার জানাই।’

তিনি আরো বলেন, ‘যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল, তা আজও বাস্তবায়িত হয়নি। উল্টা নাগরিকদের মধ্যে ভয়াবহ বৈষম্য তৈরি করা হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে কোনো অধিকার ভোগ করতে দেয়া হচ্ছে না। সংখ্যাগরিষ্ঠ মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে জাতিকে বিভক্ত করা হয়েছে। এটা জাতির জন্য অশনি সঙ্কেত। বিরোধী মতের নাগরিকদের সন্দেহের চোখে দেখা হচ্ছে। তাদের কারণে-অকারণে যখন-তখন গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। জামায়াতসহ বিরোধী দলের নেতাকর্মীদের ঘরছাড়া করা হয়েছে। বাসা-বাড়িতে নেতাকর্মীদের না পেয়ে নারী ও শিশুদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং বাড়িতে থাকা অন্যদের গ্রেফতার করা হচ্ছে। অনেকের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। জুলুম-নির্যাতনের মাত্রা চরম আকার ধারণ করেছে।’

জামায়াত নেতা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর হাতিরঝিল পূর্ব সাংগঠনিক থানার পাঁচজন নেতাকর্মীসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২৯ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আমি সরকারের এইসব জুলুম-নির্যাতন এবং বেআইনি গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গ্রেফতারদের দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

নয়াদিগন্ত

Exit mobile version