Site icon The Bangladesh Chronicle

প্রধানমন্ত্রী: মুক্তিযুদ্ধে জিয়ার অংশগ্রহণ ছিল পাকিস্তানের হয়ে

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন ঠিকই, কিন্তু সেটা পাকিস্তানের হয়ে। তিনি পশ্চিম পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন। তাকে কোথায়ও যুদ্ধে অংশগ্রহণ করতে দেখা যায়নি। পরবর্তীতে অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশটাকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি

আজ শনিবার ভোরে (নিউইয়র্ক স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা) যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, স্বাধীনতাবিরোধীরা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। বিশেষকরে বিদেশের মাটিতে বসে অনেকে অব্যাহতভাবে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালায়। এসব ব্যাপারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে সতর্ক থাকতে হবে।

যারা জিয়া ও এরশাদের তাবেদারি করেছে, তারাই এখন আওয়ামী লীগকে ভোট চোর বলছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বিএনপি নিজেদের ইতিহাস ভুলে গেছে। ভুলে গেছে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের ইতিহাস। যাদের উত্থান অবৈধ, মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতা দখল করে যারা, তাদের মুখে গণতন্ত্র এবং অবৈধ সরকার নিয়ে বুলি মানায় না।

বিদেশের মাটিতে বসে সরকারকে উৎখাত করার জন্য যারা কোটি কোটি ডলার ব্যয় করছে, তারা এই টাকাগুলো পাচ্ছে কোথায়? এই অর্থ তারা ক্ষমতায় থাকাকালে পাচার করেছে। একদিকে অর্থ পাচার অন্যদিকে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে তারা দেশটাকে স্থবির করে দিয়েছিল সে সময়।

Exit mobile version