Site icon The Bangladesh Chronicle

প্রধানমন্ত্রী দিল্লির অনাপত্তিপত্র নিয়ে চীন যাচ্ছেন

প্রধানমন্ত্রী দিল্লির অনাপত্তিপত্র নিয়ে চীন যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির অনাপত্তিপত্র নিয়ে চীন যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীকে চীনে যাওয়ার জন্য অনুমতি নিতে হয়েছে। দিল্লির অনাপত্তিপত্র নিতে হয়েছে তাঁকে। আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন– শেখ হাসিনা চীনে যাচ্ছেন, এতে ভারতের কোনো আপত্তি নেই। প্রধানমন্ত্রীকে চীন যেতে ভারতের সার্টিফিকেট নিতে হয়। তাহলে স্বাধীনতা আজ কোথায়?

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে এক বিক্ষোভ মিছিল শেষে রিজভী এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, শ্রমিক দল নেতা সুমন ভূঁইয়াসহ নেতাকর্মীর মুক্তি দাবিতে শ্রমিক দল ঢাকা মহানগর শাখা এ আয়োজন করে। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল-ফকিরাপুল মোড় হয়ে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়।

রিজভী বলেন, শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজ কাঁচামরিচের দাম ৩২০ টাকা, শাকসবজির দাম সেঞ্চুরি পার হয়েছে। শ্রমিকরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারবে না। অন্যদিকে আওয়ামী লীগ সরকার দলের নেতাকর্মী আর সরকারি কর্মকর্তাদের কোটি কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছে। বেনজীর-আজিজদের শুধু এক-দুই কোটি টাকা নয়, হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সরকার ক্ষমতা আঁকড়ে রাখতে পারবে না। জনগণ ক্ষমতা থেকে তাদের টেনে নামাবে।

মিছিলে আরও অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, দলের সহশ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকসহ শ্রমিক দলের পাঁচ শতাধিক নেতাকর্মী।

samakal

Exit mobile version