Site icon The Bangladesh Chronicle

প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে ঢাবিতে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ

 


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে আনন্দ মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে সংগঠনটির বিভিন্ন ইউনিট এসে মিছিলে যোগ দেয়। সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই আনন্দ মিছিল। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন ছাত্রলীগ কর্মীরা।

শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বাংলাদেশ ছাত্রলীগ সব সময় মাঠে থাকবে, আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ এমন প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। শিক্ষা খাতে শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড-ও তুলে ধরেন তারা।

/এমএন

Exit mobile version