Site icon The Bangladesh Chronicle

প্রথম প্রস্তুতি ম্যাচে হারলো বাংলাদেশ নারী দল


ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে আজ হেরে গেছে বাংলাদেশ নারী দল। ইংল্যান্ড নারী দলের কাছে ১০৯ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।

লিংকন গ্রিনেরটস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ নারী দল। প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৯ উইকেটে ৩১০ রানের পাহাড় গড়ে ইংলিশরা।

দলের পক্ষে ন্যাট সিভার সর্বোচ্চ ১০৮ রান করেন। বাংলাদেশের পক্ষে নাহিদা আকতার তিনটি, সুরাইয়া আজমিন-রিতু মনি দুটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন রুমানা আহমেদ-লতা মণ্ডল।

৩১১ রানের বড় টার্গেটে খেলতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। তিন নম্বরে নামা শারমিন আকতার এক প্রান্ত ধরে বড় ইনিংস খেলেছেন। ১৩৭ বল খেলে চারটি চারে দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেন তিনি।

ওপেনার শামিমা সুলতানার ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান। দলের আর কোনো ব্যাটাররা ২০ রানের কোটা স্পর্শ করতে পারেননি। ফলে ৪৯ দশমিক ৪ ওভারে ২০১ রানে অলআউট হয় বাংলাদেশ।

আগামী ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হচ্ছে নারীদের ১২তম ওয়ানডে বিশ্বকাপ। এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপে খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আগামী ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর আরো ছয়টি ম্যাচ খেলবে তারা। টুর্নামেন্টের প্রথম রাউন্ড হবে লিগ পদ্ধতিতে। লিগ পর্ব শেষে সেরা চার দল সেমিফাইনালের খেলার টিকিট পাবে। ক্রাইস্টচার্চে ৩ এপ্রিল ফাইনাল দিয়ে শেষ হবে আসর।

মূল মঞ্চে নামার আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২ মার্চ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচ।

Exit mobile version