Site icon The Bangladesh Chronicle

প্রথম জয়ের আশায় সকালে মাঠে নামছে বাংলাদেশ

প্রথম জয়ের আশায় সকালে মাঠে নামছে বাংলাদেশ – ছবি : সংগৃহীত

রাত পোহালেই মাঠে নামছে বাংলাদেশ দল। ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে। হ্যাগলি ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়। জয়-পরাজয় ছাপিয়ে ম্যাচটি মূলমন্ত্র হতে পারে বাংলাদেশের হারানো আত্মবিশ্বাস ফিরে পাবার।

সিরিজে বাংলাদেশ এখনো কোনো জয়ের মুখ দেখেনি। দুটি ম্যাচ খেলে হেরেছে দুটিতেই। প্রথম জয়ের সন্ধানে সিরিজে দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে গত রোববার ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগাররা। যেই ম্যাচে শোচনীয়ভাবে ৮ উইকেটের বড় ব্যাবধানে হেরে যায় বাংলাদেশ।

আজ ৯ উইকেটের বড় ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছে নিউজিল্যান্ড। টানা দুই ম্যাচে বড় জয় পাওয়ায় স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে কিউইরা। সাথে স্বাগতিক হবার সুবিধাও পাচ্ছে তারা। এছাড়া পরিসংখ্যানেও এগিয়ে থাকছে নিউজিল্যান্ড। দেখা হয়েছে মোট ১৬ বার। যেখানে ১৩ বারই জিতেছে ব্ল্যাক ক্যাপসরা। বিপরীতে মাত্র তিন জয় টাইগারদের। সেই তিনটি জয়ও গত বছরে, মিরপুরে।

দুই দলের লড়াইয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩০৬ রান মাহমুদউল্লাহর। ১৪ উইকেট নিয়ে মুস্তাফিজ রয়েছেন শীর্ষে। নাসুম আহমেদ রয়েছেন ১০ উইকেট নিয়ে পাঁচ নাম্বারে।

টাইগারদের জন্য আজও ভয়ের কারণ হয়ে উঠতে পারেন কিউই স্পিনাররা। আগের ম্যাচে বলা যায় স্পিনারদের কাছেই হেরে গিয়েছিল বাংলাদেশ। আজ পাকিস্তানও ধরাশায়ী হয়েছে সোধি, সান্টনার, ব্রেসওয়েলের স্পিনে। ফলে স্পিনারদের সামলানোই বড় চ্যালেঞ্জ হতে চলেছে বাংলাদেশের জন্য।

বড় চিন্তার কারণ হতে পারে ডট বল খেলার প্রবণতা। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫৩টি ডট বল খেলেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষেও অর্ধশতক ছুঁয়েছে ডট বল সংখ্যা। যেখানেই মূলত পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। ডট বলই গড়ে দিচ্ছে জয়-পরাজয়ের পার্থক্য। এছাড়া ওপেনিংও সঙ্কট ফের প্রবল হয়ে উঠেছে। আগামীকাল মিরাজের বদলে সৌম্যকে দেখা যেতে পারে একাদশে।

Exit mobile version