Site icon The Bangladesh Chronicle

প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই, তবুও শেয়ারের দাম চড়া

শনিবার সেপ্টেম্বর ১৬, ২০২৩ ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার সেপ্টেম্বর ১৬, ২০২৩ ০৩:০৩ অপরাহ্ন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লু চিপ-খ্যাত ভালো প্রতিষ্ঠানগুলোর শেয়ার ৬০ টাকার নিচে লেনদেন হলেও সম্প্রতি অস্তিত্বহীন একটি প্রতিষ্ঠানের শেয়ার গত বৃহস্পতিবার ১৯৫ টাকা ৬ পয়সায় লেনদেন হতে দেখা গেছে।

গত কয়েক বছর ধরে ধুকে ধুকে চলা প্রতিষ্ঠানটির সম্ভাবনা যাচাই করতে গত ৪ সেপ্টেম্বর নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের কারখানা পরিদর্শনে যায় ডিএসইর প্রতিনিধি দল।

গত বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে জানানো হয়, কারখানাটি বন্ধ পাওয়া গেছে। এমনকি, তালাবদ্ধ থাকায় ডিএসইর দল কারখানাতে ঢুকতেও পারেনি।

পরদিন ঢাকায় প্রতিষ্ঠানটির নিবন্ধিত প্রধান কার্যালয় পরিদর্শনেও যান ডিএসইর প্রতিনিধিরা। সেখানে গিয়ে তারা দেখতে পান, সেই ঠিকানায় ওএমসি লিমিটেড নামে অন্য প্রতিষ্ঠান আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসই’র এক শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি।’

তিনি জানান, প্রতিষ্ঠানটি চালু না থাকলেও গুজবের ভিত্তিতে এর শেয়ারের দাম বাড়ছে। এর শেয়ারের সংখ্যা কম হওয়ায় একদল মানুষ এ নিয়ে গুজব ছড়িয়ে সুযোগ নিচ্ছেন।

১৯৯৪ সালে তালিকাভুক্ত জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানটির শেয়ার আছে ২১ লাখ। এর মধ্যে ১৫ দশমিক শূন্য ৯ শতাংশ স্পন্সর ও পরিচালকদের কাছে এবং ৮৪ দশমিক ৯১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে।

প্রতিষ্ঠানটি সর্বশেষ ২০২০ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল এবং ডিএসইকে জানিয়েছিল যে এর পরিশোধিত মূলধন দুই কোটি ১০ লাখ টাকা।

Exit mobile version