Site icon The Bangladesh Chronicle

পোশাক কারখানায় দিনে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে : বিজিএমইএ সভাপতি

পোশাক কারখানায় দিনে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে: বিজিএমইএ সভাপতি – ছবি : সংগৃহীত

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, চরম লোডশেডিংয়ের কারণে বাংলাদেশের পোশাক সরবরাহকারীরা আন্তর্জাতিক পোশাকের খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডের কাছে পণ্য সরবরাহ করতে সমস্যায় পড়েছেন।

তিনি বলেন, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কারখানাগুলো এখন দিনে প্রায় চার থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকে।

রোববার রাজধানীর একটি হোটেল সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং জার্মান সংস্থা জিআইজেডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাক্টরি স্থাপন, লাইসেন্সিং, সার্টিফিকেশন ও রেজিস্ট্রেশন বিষয়ে ওয়েব পোর্টাল চালু করা’ শীর্ষক আলোচনায় ফারুক এসব কথা বলেন।

তিনি বলেন, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কারখানাগুলো এখন দিনে প্রায় চার থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকে।

তিনি আরো বলেন, ‘গ্যাসের চাপ এতই কম কারখানাগুলো পূর্ণ ক্ষমতায় চলতে পারে না। ফলে ডিজেল খরচ কমেনি। বরং বেড়েছে’।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) প্রেসিডেন্ট সৈয়দ নাসিম মঞ্জুর, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন।

জিআইজেডের প্রজেক্ট ম্যানেজার ডা. মাইকেল ক্লোড অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম।

সূত্র : ইউএনবি

Exit mobile version