মঙ্গলবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি তাদের এ অবস্থানের কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে ক্লিন ক্লথস ক্যাম্পেইন বলেছে, ‘বাংলাদেশে ২৩ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকেরা শান্তিপূর্ণভাবে দাবি জানানোর সময় রাসেল হাওলাদার নামের এক পোশাকশ্রমিক গুলিতে নিহত হয়েছেন। তাঁর মৃত্যুতে যাঁরা শোক জানাচ্ছেন, তাঁদের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি।’
চলতি বছর মজুরি নির্ধারণ প্রক্রিয়া চলাকালীন শ্রমিক দমন অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছে ক্লিন ক্লথস ক্যাম্পেইন। সংগঠনটি বলেছে, বাংলাদেশে পোশাকশ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের দাবি আদায়ে নেমেছেন।
সিসিসি জানিয়েছে, তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নতুন ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে, যা শ্রমিকপক্ষের (ট্রেড ইউনিয়ন) দাবির অর্ধেকের কম। তৈরি পোশাকমালিকদের এমন প্রস্তাব ‘বেদনাদায়ক’। মূলত এমন প্রস্তাবের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে বর্তমান অস্থিরতা তৈরি হয়েছে।
বিবৃতিতে বাংলাদেশের আইনে শ্রমিকদের বিক্ষোভ করার অধিকার রয়েছে উল্লেখ করে ক্লিন ক্লথস ক্যাম্পেইন বলেছে, অবিলম্বে শ্রমিকদের বিরুদ্ধে ব্যবহৃত সহিংসতা ও বিষয়টি নিয়ে রাজনীতিকরণ বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই।
অন্যদিকে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের ঘটনায় বাংলাদেশ থেকে পণ্য কেনা ব্র্যান্ডগুলোর দায়ও রয়েছে বলে মনে করে ক্লিন ক্লথস ক্যাম্পেইন। তারা বলেছে, অনেক বলার পরও এসব ব্র্যান্ডগুলো শ্রমিকদের ২৩ হাজার টাকা দাবির পক্ষে কোনো বিবৃতি দেয়নি।
সূত্র : প্রথম আলো