Site icon The Bangladesh Chronicle

পুলিশের পিটুনি, ডিবিতে নিয়ে ছেড়ে দেওয়া হলো গয়েশ্বরকে

Prothom-Alo-logo | Design Works Group

নিজস্ব প্রতিবেদক

ঢাকা

ধোলাইখালে আজ শনিবার বেলা ১২টার দিকে পুলিশের পিটুনির শিকার হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা, ২৯ জুলাইছবি: শুভ্র কান্তি দাশ

পুরান ঢাকার ধোলাইখাল পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে আহত দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ছেড়ে দিয়েছে পুলিশ। তাঁকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।

ধোলাইখালে আজ শনিবার বেলা ১২টার দিকে পুলিশের পিটুনির শিকার হন গয়েশ্বর। সেখান থেকে পুলিশ তাঁকে তুলে নেয়। ডিবি কার্যালয়ে নেওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-কমিশনার ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, গয়েশ্বরকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশের পিটুনির হাত থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে বাঁচানোর চেষ্টা করেন বিএনপির নেতা কর্মীরা। ঢাকা, ২৯ জুলাইছবি: শুভ্র কান্তি দাশ

ঢাকার চারটি প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১১টার দিকে ধোলাইখালে জড়ো হয়েছিলেন দলের নেতা-কর্মীরা। সেখানে তাঁরা স্লোগান দিচ্ছিলেন। আধা ঘণ্টা পর পুলিশ তাঁদের ধাওয়া দেয়। বিএনপির নেতা-কর্মীরাও পাল্টা ধাওয়া দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পুলিশকে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস (টিয়ারগ্যাস) ছুড়তে দেখা গেছে।

গয়েশ্বর চন্দ্র রায় এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বিএনপির নেতা-কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করছিলেন।

পিটুনির এক পর্যায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রাস্তায় পড়ে যান। ঢাকা, ২৯ জুলাইছবি: শুভ্র কান্তি দাশ

সরেজমিনে দেখা যায়, সংঘর্ষের একপর্যায়ে গয়েশ্বরকে লাঠি দিয়ে পেটান পুলিশের কয়েকজন সদস্য। এতে গয়েশ্বর রাস্তায় পড়ে যান। তখনো তাঁকে লাঠি দিয়ে পেটানো হয়। আরও মারতে গেলে কয়েক জন পুলিশ সদস্য বাকিদের বাধা দেন।

একপর্যায়ে পুলিশ সদস্যরা গয়েশ্বর চন্দ্র রায়কে একটি দোকানের ভেতরে নিয়ে যান। সেখানে তাঁকে ১০ মিনিটের মতো রাখা হয়। তখন পুলিশের একটি গাড়ি আসে। গাড়িতে করে তাঁকে নিয়ে যাওয়া হয়।

যাওয়ার সময় গয়েশ্বরের মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। পুলিশ সদস্যরা বলেন, চিকিৎসার জন্য তাঁকে (গয়েশ্বর) নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ চলে। এতে দুই পক্ষের অনেকেই আহত হন। দুপুর ১২টার দিকে বিএনপির নেতা-কর্মীদের ধোলাইখাল থেকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়। এর পৌনে এক ঘণ্টা পর লাঠিসোঁটা হাতে ধোলাইখালে এসে মিছিল করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

Exit mobile version