Site icon The Bangladesh Chronicle

পুঁজিবাজার : লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকায় সূচকের উত্থান, চট্টগ্রামে পতন

প্রকাশ : বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ১২:৩৭

লেনদেনের শুরুতেই প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২ পয়েন্ট |ইউএনবি

সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হলেও কমেছে চট্টগ্রামের বাজারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতেই প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২ পয়েন্ট। বাকি দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস চার এবং বাছাইকৃত শেয়ার ব্লু-চিপের সূচকও বেড়েছে চার পয়েন্ট।

এই সময়ের ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৫টি কোম্পানির মধ্যে ১৮০টির শেয়ারের দাম বেড়েছে, ৯৫টির কমেছে এবং ৯০টির কোনো পরিবর্তন হয়নি।

প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেনের পরিমাণ ৭০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে নয় পয়েন্ট।

অন্যদিকে, সিএসইতে প্রধান সূচক নয় পয়েন্ট কমে গেছে। সেখানে লেনদেন হওয়া ৬২ কোম্পানির মধ্যে ৩১টির দাম বেড়েছে, ২৪টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে সাতটি কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন এক কোটি টাকা ছাড়িয়ে গেছে।

সূত্র : ইউএনবি

Exit mobile version