Site icon The Bangladesh Chronicle

পায়রা বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু হতে যাচ্ছে রোববার

পায়রা বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু হতে যাচ্ছে রোববার। – ফাইল ছবি

পায়রা বিদ্যুৎকেন্দ্র রোববার (২৫ জুন) সকাল থেকে পুনরায় চালু হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের (বিসিপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম খোরশেদুল আলম বলেন,‘আশা করি আমরা ২৫ জুনের শুরুর দিকে প্ল্যান্টের কার্যক্রম পুনরায় শুরু করতে পারব।’

বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) যৌথ উদ্যোগ বিসিপিসিএল ১ হাজার ৩২০ মেগাওয়াট পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মালিক ও অপারেটর।

কয়লা সঙ্কটের কারণে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধের ১৮ দিন পর গতকাল ৪১ হাজার ৩২৭ টন কয়লা বহনকারী একটি জাহাজ পায়রা বন্দরে এসে পৌঁছায়।

আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে আরো চারটি কয়লাবাহী জাহাজ পায়রায় পৌঁছাবে বলে বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে।

কয়লা সঙ্কটের কারণে গত ৫ জুন দেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

ডলার ঘাটতির কারণে ৩৯০ মিলিয়ন মার্কিন ডলারের বকেয়া বিল পরিশোধে ব্যর্থতা হওয়ায় গত ২৫ মে কয়লা সরবরাহ বন্ধ হয়, ফলে বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

আরেকটি ইউনিটের উৎপাদন ৫ জুন পর্যন্ত অব্যাহত ছিল, তবে কয়লার ঘাটতির কারণে এটিও বন্ধ হয়ে যায়। ফলে রেকর্ড পরিমাণ উষ্ণতম গ্রীষ্মের দিনগুলোতে দেশব্যাপী কয়েক সপ্তাহ ধরে লোডশেডিং হয়েছিল।

সূত্র : ইউএনবি

Exit mobile version