Site icon The Bangladesh Chronicle

পানির দাম বেড়েছে ১৪ বার, এমডির বেতন ৬ গুণ!

বুধবার, ফেব্রুয়ারি ২৩, ২০২২ ০৯:১৭ অপরাহ্ন

ঢাকা ওয়াসার দায়িত্ব এই মহানগরীর বাসিন্দাদের সুপেয় পানি সরবরাহ করা। সে কাজ তারা কতটা করতে পেরেছে তা প্রশ্নসাপেক্ষ। এখনও রাজধানীর কেউই না ফুটিয়ে বা পরিশুদ্ধ না করে সরাসরি ওয়াসার পানি পান করতে পারে না। সুপেয় পানি সরবরাহ না করতে পারলেও দফায় দফায় বাড়িয়ে চলেছে পানির দাম। গত ১৩ বছরে ওয়াসা ১৪ বার পানির দাম বাড়িয়েছে। সবশেষ প্রস্তাব করেছে ২০ শতাংশ মূল্যবৃদ্ধির।

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে ওয়াসার পানির মান ও দাম নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার আহসান হাবীব।

Exit mobile version