Site icon The Bangladesh Chronicle

পাটুরিয়া রুটে যাত্রী বোঝাই ফেরি ভিড়তে দেয়নি প্রশাসন

Daily Nayadiganta

পাটুরিয়া রুটে যাত্রী বোঝাই ফেরি ভিড়তে দেয়নি প্রশাসন – ছবি : নয়া দিগন্ত

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি সংস্থার এক কর্মকর্তার সিদ্ধান্তহীনতার কারণে বুধবার হাজারো যাত্রী মারাত্মক দুর্ভোগ পোহায়। ফেরিতে যাত্রী বোঝাই ও চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সাথে কোনো সমন্বয় না করায় এ পরিস্থিতি সৃষ্টি হয়।

জানা গেছে, ফেরি সেক্টর বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত ডিজিএম মোঃ জিল্লুর রহমান ঢাকা নামক এক ফেরিতে রোগীবিহীন ৪টি এ্যাম্বলুন্স ও সহস্রাধিক যাত্রী বোঝাই দিয়ে বেলা একটার দিকে পাটুরিয়ার ৩ নং ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে দেন। স্থানীয় প্রশাসন দৌলতদিয়া ঘাটে ফেরি ভিড়তে না দিয়ে উল্টো ফেরৎ পাঠায়। এতে যাত্রীরা মারাত্মক বিপাকে পড়ে। তারা ক্ষোভে ক্যান্টিনে ভাংচুর চালায়।

মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম সাংবাদিকদের জানান, যাত্রী পারাপার বন্ধের নির্দেশনা থাকলেও আইন অমান্য করে ফেরিতে যাত্রী বোঝাই করা হয়েছে। যাত্রীদের পাটুরিয়া ঘাট থেকে পুলিশী ব্যবস্থায় উল্টা পথে ফিরিয়ে দেয়া হয়েছে।

Exit mobile version