Site icon The Bangladesh Chronicle

পাকিস্তানে না এলে ভারতকে নরকে যাবার পরামর্শ মিয়াঁদাদের

পাকিস্তানে না এলে ভারতকে নরকে যাবার পরামর্শ মিয়াঁদাদের – ছবি : সংগৃহীত

ভারতের পাকিস্তান সফরে অনীহার কারণে এশিয়া কাপের টুর্নামেন্ট ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে শুরু হয়েছে পক্ষ-বিপক্ষের নানা কথাবার্তা। বিষয়টি নিয়ে মুখ খোললেন জাভেদ মিঁয়াদাদ। বলা যায়, ভারতকে স্পষ্ট হুমকি দিয়ে রাখলেন পাকিস্তানি এই ‘মিয়াভাই।’

একের পর এক বৈঠক করেও যখন নিশ্চিত হচ্ছে না এশিয়া কাপের ভাগ্য, তখন গরম সুরেই ভারতকে লজ্জা দিলেন মিয়াঁদাদ।

মিয়াঁদাদ বলেন, ‘ভারত ক্রিকেট খেলতে পাকিস্তানে আসতে না চাইলে নরকে যেতে পারে। ক্রিকেটে পাকিস্তানের টিকে থাকার জন্য ভারতের প্রয়োজন নেই।’

এ সময় ভারতের পাকিস্তান সফরে না যাবার কারণও উল্লেখ করেন তিনি। তার দাবি, হেরে যাবে বলেই ভয়ে পাকিস্তান খেলতে আসছে না ভারত।

তিনি বলেন, ‘পাকিস্তানে খেলতে ভয় পাচ্ছে কেন ভারত? কারণ, তারা জানে, যদি পাকিস্তানের কাছে হারে, তাহলে জনগণ তাদের ছাড়বে না। নরেন্দ্র মোদিও উধাও হয়ে যাবে। তাদের জনতা ছাড়বে না।’

উল্লেখ্য, এশিয়া কাপ নিয়ে বেশ তোড়জোড় শোনা গেলেও এখনো নিশ্চিত হয়নি টুর্নামেন্টটির ভেন্যু। আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নাম শোনা গেলেও তা এখনো দোদুল্যমান। মূলত ভারতের পাকিস্তান সফরে অনীহার ফলেই এমন টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে প্রতিবেশী দেশে যেতে চায় না ভারত। তাদের দাবি, নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ হোক।

Exit mobile version