Site icon The Bangladesh Chronicle

পাকিস্তানের মাটিতে খেলতে পারেন কোহলিরা

পাকিস্তানের মাটিতে খেলতে পারেন কোহলিরা। – ফাইল ছবি

২০২৩ সালে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা। ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে যে জায়গায় রয়েছে, তাতে এই প্রতিযোগিতায় অংশ নাও নিতে পারে ভারত। সেই কথা মাথায় রেখে সৌরভ গাঙ্গুলির বোর্ডের সাথে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা চালাচ্ছে রমিজ রাজার পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় বিসিসিআই সভাপতি সৌরভ ও সচিব জয় শাহের সাথে কথা বলেছেন রমিজ। এমন খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

পত্রিকাটি লিখেছে, পাকিস্তান বোর্ডের কর্তা বলেছেন, ‘আমি সৌরভ, জয়ের সাথে কথা বলেছি। দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক পুনরুদ্ধার করার চেষ্টা করছি। ব্যক্তিগত ভাবে মনে করি, খেলার সাথে রাজনীতির সম্পর্ক না থাকাই ভালো।’

তবে দু’দেশের ক্রিকেটীয় সম্পর্ক ঠিক করা খুব সহজ হবে না। এটা ভালোভাবেই জানেন পাক বোর্ডের কর্তা। তিনি বলেন, ‘লক্ষ্যে পৌঁছতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। দুই দেশের বোর্ডের মধ্যে সমঝোতা করার জন্য অনেক সময় লাগবে।’

২০২৩ সালের এশিয়া কাপ ৫০ ওভারের হবে বলে জানিয়ে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বিশ্বকাপের আগে এশিয়ার দলগুলো যাতে প্রয়োজনীয় প্রস্তুতি সারতে পারে তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে এসিসি।

রমিজ বলেন, ‘বিশ্বকাপের আগে ভালো প্রস্তুতির জন্য ৫০ ওভারের প্রতিযোগিতা খুব জরুরি ছিল। পাকিস্তান এই প্রতিযোগিতা দারুণভাবে আয়োজন করতে চায়।’

২০২৩ সালের এশিয়া কাপ ৫০ ওভারের হলেও ২০২২ সালের এশিয়া কাপ ২০ ওভারের হবে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

Exit mobile version