Site icon The Bangladesh Chronicle

‘পাকিস্তানকে নিরাপত্তাজনিত আশঙ্কার কথা জানানো হবে না’


নিরাপত্তার কারণে পাকিস্তান সিরিজ বাতিলের বিতর্কের মাঝেই শনিবার রাতে ৩৪ সদস্যের নিউজিল্যান্ড ক্রিকেট দল শনিবার রাতে দুবাইয়ে পৌঁছে গিয়েছে। কিউয়িদের আকস্মিক সিরিজ বাতিলে প্রবল সমস্যার সম্মুখীন পাকিস্তান ক্রিকেট, ইতোমধ্যেই মিলেছে বিস্তর হুঁশিয়ারি। তবে কোনোভাবেই যে সিরিজ খেলা সম্ভব ছিল না, তা আরো একবার স্পষ্ট করে দেন নিউজিল্যান্ড ক্রিকেটের চিফ এক্সিকিউটিভ ডেভিড হোয়াইট।

সফরের বাতিলের পেছনে ঠিক কী হুমকি ছিল তা জানানো হবে না বলে স্পষ্ট করে দিয়ে হোয়াইট এক বিবৃতিতে বলেন, ‘আমাদের দলের উদ্দেশ্যে খুবই সিরিয়াস হুমকি দেয়া হয়েছিল এবং আমরা এই বিষয়ে নিউজিল্যান্ড সরকারের সাথেও বিস্তর আলোচনা করি। পিসিবি আমাদের সিদ্ধান্ত জানানোর পর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যেও টেলিফোনে কথোপকথন হয় বলে আমরা জানি। দুর্ভাগ্যবশত, পরামর্শ অনুযায়ী কোনোমতেই আমাদের ওই দেশে থাকা সম্ভব ছিল না।’

১৮ বছর বাদে প্রথম পাকিস্তান সফরে কিউয়িদের তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। সিরিজ শুরুর আগে পিন্ডিতে বেশ কয়েকটি অনুশীলন সেশনও করে কিউয়িরা।

হোয়াইট জানান, পাকিস্তান সফরে যাওয়ার সিদ্ধান্তে কোনো ভুল না থাকলেও শুক্রবারের পর থেকেই হুমকি আরো গুরুতর হতে থাকে। কিউয়ি প্লেয়ার অ্যাসোসিয়েশন প্রধান হিথ মিলসও ডামাডোল পরিস্থিতিতে অবেশেষে ক্রিকেটাররা দুবাইয়ে পৌঁছানোয় স্বস্তির শ্বাস নিচ্ছেন।

তিনি বলেন, ‘নিঃসন্দেহে সকল ক্রিকেটার এবং তাদের পরিবারের জন্য সময়টা উদ্বেগের ছিল। তাই ওরা পাকিস্তান ছেড়ে দুবাই পৌঁছানোয় সকলেই স্বস্তি পেয়েছে।’

কিউয়ি দলের সদস্যরা ২৪ ঘণ্টা নিভৃতবাসে কাটানোর পর ২৪ জন আগামী সপ্তাহের মধ্যে নিউজিল্যান্ডে ফিরে যাবেন। বাকি সদস্যরা বিশ্বকাপের জন্য কিউয়ি দলে যোগ দেবেন।

সূত্র : হিন্দুস্থান টাইমস

Exit mobile version