Site icon The Bangladesh Chronicle

পাঁচ কোটি টাকা অনুদান পেলেন এক হাজার নারী উদ্যোক্তা

 


প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১ হাজার নারীকে ৫ কোটি টাকার অনুদান দেয়া হয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নির্বাচিত প্রত্যেক নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান প্রদান অনুষ্ঠানে তা দেয়া হয়। অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতির সফলতার মূলে আছে তৃণমূল পর্যায়ের নারীদের ক্ষমতায়ন। তাদের এগিয়ে নিতে পারলেই দেশ এগিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান বিশ্বব্যাপী স্বীকৃত। এসএমই খাতে নারীদের ভূমিকা অনস্বীকার্য বলেও জানান তিনি।

/এমএন

Exit mobile version