- খেলাধুলা প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় গৌরবগুলোর একটি, ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ের গল্প এবার আসছে সিনেমার পর্দায়। সম্প্রতি একটি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এই ঐতিহাসিক ঘটনা নিয়ে সিনেমা তৈরির প্রস্তাব দিয়েছে।
মঙ্গলবার এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘গতকাল আমাদের কাছে একটা সিনেমা নির্মাতা হাউজ এসেছিল। তারা একটা সিনেমা বানাতে চায়। তাদের সিনেমার বিষয়বস্তু- বাংলাদেশের আইসিসি ট্রফি জয়, ১৯৯৭ সালে কী ঘটেছিল’।
এই প্রস্তাব নিয়ে আলোচনার সময় একটি মজার ঘটনাও তুলে ধরেন বিসিবি সভাপতি। সেই সভায় উপস্থিত ছিলেন ট্রফি জয়ী দলের অধিনায়ক আকরাম খানও। নিজের চরিত্র সিনেমায় কীভাবে আসবে, তা নিয়ে ভাবনার পাশাপাশি তার নায়িকা কে হবেন, সেই চিন্তায় তিনি লজ্জা পাচ্ছিলেন বলে জানান বুলবুল।
বিসিবি সভাপতি হাসতে হাসতে বলেন, ‘আকরাম খানকে নিয়ে যখন কথা হচ্ছিল, তখন তিনি খুব লজ্জা পাচ্ছিলেন যে তার নায়িকা কে হবেন! কারণ তিনি অধিনায়ক ছিলেন। তার ভূমিকাটা ছিল অনেক বড়। তিনি বলছিলেন, আচ্ছা আমি না হয় সিনেমায় মাঝে মাঝে আসব, কিন্তু আমার নায়িকা কে হবে? ভাবিকে কিছু বলব না। তবে ওর চোখ, আগ্রহ ছিল অবিশ্বাস্য!’।
এদিকে, দেশের ক্রিকেট কাঠামো শক্তিশালী করতে নতুন পরিকল্পনার কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি। তিনি জানান, ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ম্যাচের সংখ্যা বাড়াতে দ্বিতীয় একটি ৫০ ওভারের টুর্নামেন্ট আয়োজন করতে চায় বোর্ড। তার মতে, ‘ভারতে একাধিক লিস্ট ‘এ’ প্রতিযোগিতা হয়। আমরাও চাই আমাদের ক্রিকেটাররা খেলার সুযোগ পাক, দেশের প্রতিটি মাঠ যেন ক্রিকেটে ভরা থাকে। খেলার ঘাটতি না থাকলে স্বাভাবিকভাবেই নতুন ক্রিকেটার উঠে আসবে’।