ফেসবুক পোস্টে মাসুদ
পরিবার বিদেশ চাইলেও দেশেই সার্জারি করাবেন জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা। এমন অবস্থায় বাইপাস সার্জারি করানোই উপযুক্ত বলে মনে করছেন তারা। তবে তার পরিবারের পক্ষ থেকে এই সার্জারি বিদেশে করাতে চাইলেও তা দেশেই করাবেন ডা. শফিকুর রহমান।
বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ।
তিনি লেখেন- মুহতারাম আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। বিশেষজ্ঞ ডাক্তারগণ বাইপাস সার্জারি করার নির্দেশনা দিয়েছেন।
মাসুদ আরও লেখেন, পরিবার এবং ব্যক্তিগত চিকিৎসকদের প্রস্তাব ছিল দেশের বাইরে সার্জারি করার। কিন্তু তিনি দেশেই সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন।
মহান রাব্বুল আলামীন তাঁকে হেফাজত করুন। সুস্থতার নিয়ামত দান করুন। আমিন।