Site icon The Bangladesh Chronicle

পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাময়িক বরখাস্ত

somoynews.tv

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-১ এর সদ্য সাবেক প্রধান, অতিরিক্ত সচিব এস এম হামিদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ফাইল ছবি

আতাউর রহমান রাইহান

১ মিনিটে পড়ুন

বৃহস্পতিবার (২০ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মেজবাহ্ ‍উদ্দিন চৌধুরী।

 

প্রজ্ঞাপন বলা হয়, হামিদুল হকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এজন্য তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

একই অভিযোগে বুধবার (১৯ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সদ্য সাবেক পরিচালক, উপসচিব মোহাম্মদ মাহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, বিদ্যুৎখাত নিয়ে সরকারের সমালোচনা করে একটি প্রতিবেদন তৈরির সঙ্গে জড়িত ছিলেন মাহিদুর রহমান। এ নিয়ে খবর প্রকাশে ব্যাপক প্রতিক্রিয়া হয়।
 

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
Exit mobile version