Site icon The Bangladesh Chronicle

পররাষ্ট্রসচিব হচ্ছেন সিয়াম, জসিম উদ্দিনের সম্ভাব্য নিয়োগ যুক্তরাষ্ট্রে

পররাষ্ট্র মন্ত্রণালয়ে শীর্ষ পদে বড় ধরনের রদবদলের আভাস পাওয়া যাচ্ছে। বর্তমান পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন আগামী কয়েক দিনের মধ্যেই ছুটিতে যাচ্ছেন বলে জানা গেছে এবং পরবর্তীতে তাকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। অন্যদিকে, এই গুরুত্বপূর্ণ পদে স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। তাকে দেশের ২৮তম পররাষ্ট্রসচিব হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আসাদ আলম সিয়াম

বুধবার (২১ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রমতে, সরকার ইতোমধ্যেই আসাদ আলম সিয়ামকে পরবর্তী পররাষ্ট্রসচিব হিসেবে চূড়ান্ত করেছে এবং আগামী মাসের মাঝামাঝি নাগাদ তাকে ঢাকায় ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ওয়াশিংটন থেকে আসাদ আলম সিয়াম নিজেও টেলিফোনে জানিয়েছেন, জুনের মাঝামাঝি সময়ে তাকে ঢাকায় ফেরার প্রস্তুতি নিতে বলা হয়েছে, যদিও বৃহস্পতিবার পর্যন্ত এ সংক্রান্ত কোনো দাপ্তরিক আদেশ তিনি পাননি।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়ামের কূটনৈতিক ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পূর্বে তিনি অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দক্ষতার সাথে কাজ করেছেন। এছাড়া, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচারপ্রধান এবং সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তৎকালীন পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেনের দপ্তরে পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

তবে, জুনে ঢাকায় ফিরলেও আসাদ আলম সিয়াম সরাসরি পররাষ্ট্রসচিবের দায়িত্ব গ্রহণ করতে পারছেন না। বর্তমানে তিনি অতিরিক্ত পররাষ্ট্রসচিব পদে থাকায়, সচিব পদে তার পদোন্নতির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কিছুটা সময় প্রয়োজন হবে।

এদিকে, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার বিকেলে সাংবাদিকদের জানান, বর্তমান পররাষ্ট্রসচিব জসিম উদ্দিন আগামী দু-একদিনের মধ্যেই তার বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। সেক্ষেত্রে, নতুন পররাষ্ট্রসচিব দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রুহুল আলম সিদ্দিকী। তবে, তিনিও আগামী ২০ জুন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (পিআরএল) যাবেন। এর আগে, মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মো. নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হলেও, তিনি বৃহস্পতিবার আকস্মিকভাবে ছুটির আবেদন করায় সেই সম্ভাবনা আর থাকছে না।

পররাষ্ট্রসচিব জসিম উদ্দিনের দায়িত্ব ছাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘অপসারণের কোনো বিষয় নেই। পররাষ্ট্রসচিব বিভিন্ন কারণে নিজে থেকে হয়তো সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি।’ তিনি চাকরি ছাড়ছেন না বরং তার দায়িত্ব পরিবর্তিত হচ্ছে বলে উল্লেখ করেন উপদেষ্টা। নতুন পররাষ্ট্রসচিব কে হচ্ছেন, তা দু-একদিনের মধ্যেই জানা যাবে বলে তিনি আশ্বস্ত করেন।

কোনো ধরনের বাইরের চাপে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো সিদ্ধান্তের পেছনে বিভিন্ন মহলের স্বার্থ ও মতামত থাকে এবং সরকার সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়, প্রয়োজনে পরিবর্তনও করে।

অন্যদিকে, গত ২০ এপ্রিল প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়া সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। নিয়োগের এক মাস পেরিয়ে গেলেও তিনি এখনো যোগদান করেননি। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সুফিউর রহমান এখনো যোগ দেননি এবং তার দায়িত্ব পরিবর্তন বা অন্য কোনো বিষয়ে চিন্তাভাবনা চলছে, যা যথাসময়ে জানানো হবে।

এই রদবদল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে, তবে শীর্ষ পদে এই পরিবর্তন কতটা মসৃণ হবে এবং নতুন নেতৃত্ব কী ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করবে, তা সময়ই বলে দেবে।

Exit mobile version