Site icon The Bangladesh Chronicle

পদত্যাগ না করার সিদ্ধান্ত রমিজ রাজার

রমিজ রাজা। – ফাইল ছবি


পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।

মঙ্গলবার জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করলেও রমিজ পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে যাবেন। তবে তার ভবিষ্যৎ কী হবে- সেজন্য তিনি সরকারের পরামর্শের অপেক্ষা করবেন।

সূত্র জানায়, আর যদি রমিজ রাজা পদত্যাগ করেন-ই, তাহলে তার জায়গায় সাবেক চেয়ারম্যান নাজাম শেঠির নাম বিবেচনা করা হতে পারে। কেননা, নতুন চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে শক্তিশালী হয়ে আবির্ভূত হয়েছেন নাজাম শেঠি।

এদিকে গত রোববার ইমরান খান ক্ষমতা হারানোর পর রমিজ রাজার পদত্যাগের কথা সামনে আসে। কিন্তু দুই দিন বাদে নিজের সে সিদ্ধান্তে বদল আনলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বন্ধু রমিজ।

সূত্র : জিও নিউজ

Exit mobile version