Site icon The Bangladesh Chronicle

নেদারল্যান্ডস সিরিজ হবে সিলেটে, ৬ আগস্ট থেকে শুরু প্রস্তুতি

নয়া দিগন্ত অনলাইন

পাকিস্তান সিরিজে তীব্র সমালোচনার মুখে পড়ে মিরপুরের উইকেট। মন্থর এই উইকেট নিয়ে কড়া মন্তব্য করেন ক্রিকেটাররা। ফলে আপাতত মিরপুরে হচ্ছে না কোনো খেলা, কাজ করা হবে উইকেট নিয়ে।

ফলে আসন্ন নেদারল্যান্ডস সিরিজ যে মিরপুরে হচ্ছে না, তা জানাই ছিল। তবে প্রশ্ন ছিল কোথায় হতে পারে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ? উত্তর পাওয়া গেছে আজ, সিলেটেই হবে খেলা।

পূর্ণাঙ্গ সূচি ঘোষণা না হলেও আজ গণমাধ্যমের সাথে আলাপকালে সিরিজটির ভেন্যুর বিষয়ে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

এশিয়া কাপের আগে বাংলাদেশের শেষ সিরিজ নেদারল্যান্ডসের বিপক্ষে। মূলত এই সিরিজেই শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে চাইছে টাইগাররা। ফলে সিরিজ শুরুর আগে ক্যাম্প করবে দল।

চলতি সপ্তাহ থেকেই শুরু হবে ক্যাম্প। যদিও কোচেরা যোগ দেবেন আগামী সপ্তাহে। কোচেরা যোগ দেয়ার আগ পর্যন্ত ঢাকায় ও পরবর্তীতে সিলেটে ক্যাম্প হবে জানিয়ে নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘৬ তারিখে ঢাকায় ক্যাম্প শুরু হবে। সবাই আসবে, ফিটনেস দিয়ে শুরু হবে। তারপর কোচরা চলে আসবে। কোচরা আসা শুরু করার পর স্কিলের কাজ শুরু হবে। তবে এখান থেকে ক্যাম্পটা চলে যাবে।’

‘আমরা আশা করছি, ক্যাম্পটা চলে যাবে সিলেটে। সিলেটে কিছুদিন অনুশীলন করবে। তারপর ইনশাআল্লাহ আমরা নেদারল্যান্ডসের সাথে সেখানেই সিরিজটা খেলব।’

ক্রিকেটারদের আদর্শ প্রস্তুতির জন্য সিলেটকে বেছে নেয়ার কথা জানিয়েছেন ফাহিম, ‘আমাদের এখানে সম্ভাব্য সেরা উইকেট খুব সম্ভবত সিলেটে। যেখানে একটু রান হয়। টি-টোয়েন্টিতে এমন উইকেট দরকার যেখানে রান হবে।’

‘বাংলাদেশের মধ্যে সিলেটই বোধহয় সেই জায়গা। আমরা চেষ্টা করব, সিলেটে খেলাগুলো দিতে। সুতরাং আমাদের পক্ষে আদর্শ প্রস্তুতি বলতে যা বুঝায় আমরা যেন সেটা করতে পারি।’

সিলেটের উইকেট নিয়ে তিনি আরো বলেন, ‘যদি ৩০০ রানের উইকেট বানাতে পারি তাহলে আমরা তাই চাইব। সেটা তো সম্ভব হবে না। ৩-৪ দিন আগে আমি সিলেট গিয়েছিলাম এবং উইকেট দেখেছি, ভালো ব্যাটিং উইকেট বানানো যায়।’

তিনি বলেন, ‘আমাদের হাতে এখনো বেশ সময় আছে এবং আমরা মোটামুটি ভালো উইকেট না বানাতে পারার কোনো কারণ নেই। অবশ্যই, আমরা চাইব অন্তত ১৭০-১৮০ রানের উইকেট হোক, সম্ভব হলে ২০০ রানের উইকেটও হোক।’

Exit mobile version