Site icon The Bangladesh Chronicle

নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার শোক র‍্যালি করবে বিএনপি

স্টাফ রিপোর্টার

(১৩ ঘন্টা আগে) ১৯ জুলাই ২০২৩, বুধবার, ৮:১৭ অপরাহ্ন

সারা দেশে দলীয় কর্মসূচিতে হামলা ও নেতা কর্মীদের হত্যার প্রতিবাদে আগামীকাল দেশব্যাপী, মহানগর ও জেলা পর্যায়ে শোক র‍্যালির কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার একদফা দাবিতে বিএনপির পদযাত্রা শেষে আব্দুল্লাপুরে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মির্জা আব্বাস জানান, সারা দেশে দলীয় কর্মসূচিতে হামলা ও নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে আগামীকাল বিকেল ৩টায় নয়াপল্টন থেকে শোক র‍্যালীর এই কর্মসূচি শুরু হয়ে শেষ হবে মগবাজারে গিয়ে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে পদযাত্রার সমাপনী অনুষ্ঠানে যুবদল নেতা সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের নেত্রী আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দল নেতা এস এম জিলানী, ছাত্রদল নেতা সাইফ মাহমুদ জুয়েল, বিএনপি নেতা নবী উল্লাহ নবী প্রমুখ বক্তব্য রাখেন।

Exit mobile version