Site icon The Bangladesh Chronicle

নেইমারের জরিমানা দিতে হবে না, বলেছেন ব্রাজিলের আদালত

সৌদি আরবের ক্লাব আল হিলালের ব্রাজিলিয়ান তারকা নেইমার
সৌদি আরবের ক্লাব আল হিলালের ব্রাজিলিয়ান তারকা নেইমারএএফপি

পরিবেশবিষয়ক লাইসেন্স ছাড়াই রিও ডি জেনিরোতে নিজের বাড়িতে লেক বানানোর জন্য নেইমারকে যে ৩০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল, তা আর দিতে হচ্ছে না নেইমারকে। সৌদি আরবের ক্লাব আল হিলালের ব্রাজিলিয়ান তারকাকে এই জরিমানা থেকে মুক্তি দিয়েছেন দেশটির একটি আদালত।

নেইমারের জরিমানা দিতে হবে না—এই আদেশ আদালত জারি করেছেন গত সোমবার। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, আদালতের রুল হাতে পেয়েছে গতকাল। নিজের বাড়িতে নেইমারের প্রজেক্টের জন্য পরিবেশবিষয়ক লাইসেন্সের প্রয়োজন নেই, বলেছেন বিচারক আদ্রিয়ানা রামোস ডি মেলো।

নেইমারের বিলাসবহুল প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছিল ব্রাজিলের মানগারাতিবা শহর কর্তৃপক্ষএএফপি

নেইমারকে জরিমানা করেছিল মানগারাতিবা শহর পরিষদ সচিবালয়। তাদের অভিযোগ ছিল, পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ির পাশে কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করেছেন নেইমার, যা স্বচ্ছ পানির উৎসে বাধা সৃষ্টি করেছে।

রিও ডি জেনিরো থেকে মানগারাতিবার দূরত্ব ১৩০ কিলোমিটার। উপকূলবর্তী শহরটির পর্যটনের জন্য বেশ সুনাম আছে। এই শহরেই ২০১৬ সালে ১০ হাজার বর্গমিটারের বিশাল বাড়িটি কিনেছেন নেইমার। সেখানে হেলিপ্যাড, স্পা ও জিমনেশিয়ামও ছিল।

prothom alo

Exit mobile version