Site icon The Bangladesh Chronicle

নেইমারকে গ্যালারিতে বসিয়ে হিলালের শিরোপা জয়

নেইমারকে গ্যালারিতে বসিয়ে হিলালের শিরোপা জয়

সৌদি সুপার কাপের ফাইনালে গতকাল আলো ছড়িয়েছে আল হিলাল। আল ইত্তিহাদকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতে নিয়েছে নেইমার জুনিয়রের দল।

ফাইনাল ম্যাচে ইত্তিহাদের হয়ে করিম বেনজেমা খেললেও আল হিলালের নেইমার ছিলেন গ্যালারিতে। চোট সেরে না ওঠায় খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। যদিও শিরোপা উৎসবে গ্যালারিতে বসে থাকতে পারেননি নেইমার, সতীর্থদের সঙ্গে অংশ নিয়েছেন ট্রফি-উৎসবে।

ম্যাচে আল হিলালের হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম। অন্য দুটি গোল সালেম আল দাওসারি ও নাসের আল দাওসারির। আল ইত্তিহাদের পক্ষে একমাত্র গোলটি আবদেররাজ্জাক হামাদাল্লাহর। মরক্কোর এই ফরোয়ার্ড একটি পেনাল্টি মিসও করেন।

আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে জিতে শীর্ষ প্রতিযোগিতার দলগুলোর মধ্যে টানা সবচেয়ে বেশি জয়ের রেকর্ড আরও বাড়িয়ে নিয়েছে আল হিলাল। রিয়াদের ক্লাবটি টানা জয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪-এ।

samakal

Exit mobile version