Site icon The Bangladesh Chronicle

নিলামে ৩৭৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

logo

নয়া দিগন্ত অনলাইন
নিলামে ৩৭৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক |প্রতীকী ছবি

নিলামের মাধ্যমে ২২টি বাণিজ্যিক ব্যাংক থেকে মঙ্গলবার (১৫ জুলাই) ৩৭৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলারের মূল্য ১২১.৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্রয়কৃত ডলার বুধবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ করা হবে।

কেন্দ্রীয় ব্যাংক গত তিন দিনে দুটি পৃথক নিলামে মোট ৪৮৪ মিলিয়ন ডলার কিনেছে।

সূত্র : বাসস

Exit mobile version