Site icon The Bangladesh Chronicle

নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ল সরকারি অফিস!

নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ল সরকারি অফিস ! – ছবি : সংগৃহীত

বরগুনার বেতাগীতে ইউনিয়ন ভূমি কার্যালয়ে ভবন নির্মাণকাজ শেষ হতে না হতেই ভবনের সম্মুখভাগ ভেঙে পরেছে। সিডিউল মোতাবেক কাজ না করায় এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার ফলে নির্মানাধীন ভবন ভেঙে পড়েছে।

কাজিরাবাদ ইউনিয়নের তহশীলদার মো. মহসিন মিয়া জানান, ‘আমি নির্মানাধীণ নতুন ভবন সংলগ্ন অফিসের ভেতরে বসা ছিলাম। হঠাৎ বিকট শব্দ পেয়ে দেখি ভবনের সম্মুখভাগ ধসে পরেছে। ঠিকাদারের লোকজন সেন্টারিং খোলার কাজ করছে। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি।’

উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন বলেন, ’ ভবন ধসে পরার খকর শোনার পর এ বিষয় আমি সার্বিক খোজ নিয়ে জেনেছি ঠিকাদারের লোকজন দীর্ঘদিন কাজটি ফেলে রাখায় অসতর্কতার কারণে সমস্যা হয়েছে। এটি ভবনের বাহিরের অংশ। তবে এতে বড় ধরনের কোন সমস্যা হবে না। ইতোমধ্যে ঠিকাদারকে সঠিকভাবে সিডিউল মোতাবেক কাজ শুরু করার নির্দেশ দিয়েছি। তবে সিডিউল মোতাবেক কাজ না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Exit mobile version