Site icon The Bangladesh Chronicle

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে, দাবি ইসি সচিবের

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে দাবি ইসি সচিবের – ছবি : সংগৃহীত

তৃতীয় ধাপের নির্বাচন সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো: আলমগীর বলেছেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজকে মাত্র দুটি কেন্দ্রে সমস্যা হয়েছে। এ ছাড়া সব কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হয়েছে। অনেকগুলো কেন্দ্রে ইতোমধ্যে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হয়েছে।’

তৃতীয় দফায় কেমন ভোট পড়তে পারে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘আমরা এখানে আশা করছি, গড়ে ৬০ শতাংশের নিচে ভোট হবে না। ৬০ থেকে ৭০ শতাংশ ভোট পড়ে থাকতে পারে।’

এ বিষয়ে জানতে চাইলে মো: আলমগীর বলেন, ‘এমন তথ্য আমাদের কাছে নেই। এটা গুজবও হতে পারে।’

সার্বিকভাবে তিন দফায় নির্বাচন কেমন হলো জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘প্রথম ও দ্বিতীয় দফায় ইভিএম ও ব্যালট দুটিই ছিল। আজকেরটা ব্যালটে হয়েছে। আমি বলবো, কোনোটার চেয়ে কোনোটা মন্দ হয়নি। তবে দ্বিতীয় দফায় সিরাজগঞ্জে দুঃখজনক ঘটনা ঘটেছিল। আর আজকেরটা তো একেবারেই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। সবমিলিয়ে খুবই ভালো নির্বাচন হয়েছে।’

Exit mobile version