Site icon The Bangladesh Chronicle

নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে ইসলামপন্থি দল বাংলাদেশ খেলাফত মজলিস। একইসঙ্গে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে দলটি। শনিবার বাংলাদেশ খেলাফত মজলিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি অধিবেশনে আসন্ন নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজধানীর পুরানা পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে সংগঠনের আমির ইসমাঈল নুরপুরীর সভাপতিত্বে এই জরুরি অধিবেশন অনুষ্ঠিত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ইসমাঈল নুরপুরী বলেছেন, দলটি বারবার বলেছে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ সম্ভব নয়। কিন্তু গণদাবি উপেক্ষা করে সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনী তফসিল ঘোষণা করে দেশকে মহাসংকটের দিকে ধাবিত করেছে। এ পরিস্থিতিতে খেলাফত মজলিস নির্বাচনে অংশগ্রহণ করবে না।

জরুরি অধিবেশনে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন আয়োজন করার দাবি জানানো হয়। দাবি আদায়ের জন্য জেল-জুলুম ভয়কে জয় করে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয় দলের পক্ষ থেকে। অধিবেশনে অনতিবিলম্বে দলের মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তির দাবি তোলা হয়। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারায় সরকারের তীব্র সমালোচনা করেন দলটির শীর্ষ নেতারা।

বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় অধিবেশনে বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আবদুল আজিজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা মাহবুবুল হক, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি প্রমুখ।

মানব জমিন

Exit mobile version