Site icon The Bangladesh Chronicle

নির্বাচনের তারিখ নয়, গণহত্যার বিচারই আমাদের দাবি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ১৬: ২৪
আপডেট : ০৯ জুন ২০২৫, ১৬: ২৪

জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ ফারহান ফাইয়াজের বোন ফারিন এক বিবৃতিতে বলেন, নির্বাচন কবে হবে না হবে সেটা আমরা জানতে চাই না, আমরা চাই সবার আগে এই জুলাই-আগস্ট শহীদদের হত্যার বিচার।

বিবৃতিতে শহীদ পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, জুলাই বিপ্লবের ফলে জন্ম নেয়া এই অন্তর্বর্তী সরকারের ফরজ কাজ জুলাই-আগস্ট গণহত্যার বিচার করা। তাই তারা জোর দাবি জানান, ‘বিচার আমরা এই সরকারের আমলেই চাই।’

বিবৃতিতে আরো বলা হয়, বর্তমান সরকারের শহিদদের রক্তের ঋণ শোধ করার ন্যূনতম দায়বোধ থাকলে কাল বিলম্ব না করে এখনি জুলাই-আগস্ট শহীদদের গণহত্যার বিচার নিশ্চিতের পদক্ষেপ নিতে হবে।

Exit mobile version