মঙ্গলবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন দলের মহাসচিব।
মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমাদের নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। মানুষের মনে প্রশ্ন আছে, ভোট কেন্দ্রে গেলে তারা ভোট দিতে পারবে কিনা। নির্বাচন নিয়ে মানুষের মাঝে শংকা ও সংশয় আছে। তাই আমরা ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছি। আমরা কোন জোট বা মহাজোট করবো না, আমরা তিনশ আসনেই নির্বাচন করব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চুন্নু বলেন, ‘বিভিন্ন মহল স্বার্থ সিদ্ধির জন্য ষড়যন্ত্র করছে। জাতীয় পাার্ট চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। জাতীয় পার্টি চেয়ারম্যানের নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। আমাদের প্রধান উপদেষ্টা বেগম রওশন এরশাদ গতকাল দুইবার ফোন করে আমাকে বলেছেন, তার এবং তার ছেলের জন্য মনোনয়ন ফরম নেবেন। কিন্তু গতকাল কেউই মনোনয়ন ফরম নিতে আসেনি, আজ হয়তো আসতে পারে।’
উল্লেখযোগ্যদের মধ্যে মনোয়নয়ন ফরম কিনেছেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, আব্দুর রশীদ সরকার, লিয়াকত হোসেন খোকা ও উপদেষ্টা পনির উদ্দিন আহমেদ।