Site icon The Bangladesh Chronicle

নিবন্ধন নিয়ে জামায়াতের আপিল শুনানি চলতি সপ্তাহে

Manobzamin

স্টাফ রিপোর্টার

(৭ ঘন্টা আগে) ৪ মে ২০২৫, রবিবার, ১১:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ২:১৫ অপরাহ্ন

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি চলতি সপ্তাহে পুনরায় শুরু হবে। মঙ্গলবার বা বুধবার নিবন্ধন মামলাটি আদালতের কার্যতালিকায় আসতে পারে বলে জানিয়েছেন আইনজীবী।

রোববার সকালে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ আপিল বিভাগে দ্রুত শুনানি চেয়ে জামায়াতের পক্ষে আবেদন করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী।

আবেদনে বলা হয়, জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হলেও হঠাৎ স্থগিত হয়ে যায়। এ মামলার সঙ্গে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ সরাসরি জড়িত হওয়ায় দ্রুত শুনানির প্রয়োজন।

Exit mobile version