Site icon The Bangladesh Chronicle

নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে ২৭ থেকে ২৯ মে সিপিবির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

২১ মে ২০২৩, ০৬:৩৯ পিএম

ভোটাধিকার প্রতিষ্ঠা, খাদ্যপণ্য, বিদ্যুৎ গ্যাসের দাম কমানো, রেশনিং চালু ও দুর্নীতি লুটপাট বন্ধের দাবিতে আগামী ২৭, ২৮ ও ২৯ মে উপজেলায় সমাবেশ-বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

রোববার (২১ মে) সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের মৈত্রী মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ কর্মসূচি ঘোষণা করে।

সভায় বলা হয়, নিত্যপণ্যের মূল্য কমানো ও দুঃশাসন হটানো, ব্যবস্থা বদল, সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন ও নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারসহ নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এই সংগ্রামে জয়ী হতে যার যার অবস্থান থেকে আন্দোলন জোরদার করা, গণআন্দোলন গণসংগ্রাম গড়ে তোলার আহ্বানও জানানো হয়।

দুঃশাসন হটানোর এই আন্দোলনকে অগ্রসর করতে বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ, ঐক্য ন্যাপ ও অন্যান্য বামপন্থি প্রগতিশীল দল, সংগঠন ও ব্যক্তিদের নিয়ে যুগপৎ ধারার আন্দোলনকে শক্তিশালী করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান সিপিবির নেতারা।

সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, উপদেষ্টা মনজুরুল আহসান খান, প্রেসিডিয়াম সদস্য এ এন রাশেদা প্রমুখ।

Exit mobile version