- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ অক্টোবর ২০২২, ১৬:০২
আবারো জয় পেল পাকিস্তান। বাংলাদেশের পর ত্রিদেশীয় সিরিজে বাবর বাহিনী হারিয়ে দিল স্বাগতিকদেরই। নিউজিল্যান্ডকে হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে। ৫৩ বলে ৭৯ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক বাবর আজম।
ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার পাকিস্তানের মুখোমুখি হয় স্বাগতিক নিউজিল্যান্ড। দুঃসংবাদকে সঙ্গী করে মাঠে নামে কিউইরা, দুর্দান্ত ফর্মে থাকা ডেরিয়েল মিচেলকে হারিয়েছে তারা। অনুশীলনে হাতে চোট পেয়ে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন এই অলরাউন্ডার। সম্ভাবনা আছে বিশ্বকাপেও না থাকার। তার অভাব আজ বেশ ভালোই ভুগিয়েছে নিউজিল্যান্ডকে।
হ্যাগলি ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফিন এলেনকে হারায় নিউজিল্যান্ড। তবে ডেভন কনওয়ে ও অধিনায়ক উইলিয়ামসন ৬১ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে পৌঁছে দিলেও তাতে রানের গতি ছিল না। ডেভন কনওয়ে ৩৫ বলে ৩৬ ও উইলিয়ামসন করেন ৩০ বলে ৩১ রান।
গ্লেন ফিলিপস ফেরেন ১৭ বলে ১৮ করে। মাঝে চ্যাপম্যানের আগ্রাসী ব্যাটিংয়ে কিউইরা কিছুটা চাপমুক্ত হলেও, অপরপ্রান্তে চলতে থাকে আসা-যাওয়ার মিছিল। জিমি নিশাম ৫, ইশ সোধি ২ ও ব্রেসওয়েল ফিরেন কোনো রান না করেই। মার্ক চাপম্যান আউট হন ১৬ বলে ৩২ বলে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করতে পারে নিউজিল্যান্ড। শেষ ৪ ওভারে আসে মাত্র ২২ রান।
২৮ রানে মাত্র ৩ উইকেট শিকার করেন হারিস রউফ, ওয়াসিম জুনিয়র ২০ রানে নেন ২ উইকেট।
১৪৮ রানে লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে পাকিস্তান। ৩৬ রানের ওপেনিং জুটির বাবর আজমেরই ৩২ রান। ১২ বলে ৪ করে মুহাম্মদ রিজওয়ান ফিরে যান। কোনো রান না করে শান মাসুদও হাঁটেন একই পথে। পরিস্থিতি সামাল দিতে পাকিস্তান পাল্টা চালে শাদাব খানকে প্রমোশন দিয়ে নামিয়ে দেন চার নাম্বারে।
এই বাজি ফলে যায়। ব্যাটিংয়ে প্রমোশন পেয়ে ব্যাট হাতে ঝড় তুলতে থাকেন শাদাব খান। আউট হওয়ার আগে খেলেন ২২ বলে ৩৪ রানের ইনিংস। ১৯ বলে ১৬ করে নাওয়াজও ফিরে যান জয়ের খুব কাছ থেকে। তবে একপ্রান্ত আগলে থেকে যান বাবর আজম। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০ চারে ৫৩ বলে ৭৯ করে। বোল্ট ও সাউদি একটি করে উইকেট নেন।
পাকিস্তান টানা দুই ম্যাচ জিতে অবস্থান করছে পয়েন্ট তালিকার সবার উপরে।