- ২৪ ডেস্ক
‘নারায়ণগঞ্জে এখনো খেলা বন্ধ হয় নাই’—এই মন্তব্য করে ক্ষমতাসীন ব্যবস্থার বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এই ‘পুরোনো খেলা’ বন্ধ না হলে আরেকটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিতে হবে।
তার মতে, এই ‘খেলা’ হলো পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র ও গডফাদারতন্ত্রের এক মিশ্র রূপ, যা বছরের পর বছর ধরে নারায়ণগঞ্জকে নিয়ন্ত্রণ করে আসছে। তিনি বলেন, এই ব্যবস্থা দখলদারিত্ব, চাঁদাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে শহরের ব্যবসা, অর্থনীতি ও রাজনীতিকে কুক্ষিগত করে জনগণের অধিকার হরণ করেছে।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে নগরীর চাষাড়ার বিজয় স্তম্ভে এক সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এর আগে তার নেতৃত্বে একটি পদযাত্রা নগরীর নিতাইগঞ্জ থেকে শুরু হয়ে চাষাড়ায় এসে শেষ হয়।
পদযাত্রার আগের রাতে শহরের কলেজ রোড এলাকায় তাদের কর্মসূচির জন্য নির্মিত তোরণে আগুন দেওয়ার ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেন এনসিপিপ্রধান। তিনি অভিযোগ করেন, পদযাত্রা বন্ধ করে জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই রাতের আঁধারে এই ঘটনা ঘটানো হয়েছে।
গণঅভ্যুত্থানের পরও নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় নাহিদ ইসলাম ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের পর নারায়ণগঞ্জে কতগুলো খুন হয়েছে আমরা জানি। কেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হচ্ছে না, সেই জবাব চাই।’ তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র ও গডফাদারতন্ত্রকে পুনর্বাসিত করা হচ্ছে এবং জুলাইয়ের শহীদদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে।
নারায়ণগঞ্জকে কোনো পরিবার বা গডফাদারের কাছে ইজারা দেওয়া হবে না উল্লেখ করে সাবেক এই উপদেষ্টা সৎ ব্যবসায়ীদের জন্য আইনি সুরক্ষা দাবি করেন। তিনি বলেন, ‘আমরা এই সন্ত্রাসের অভয়ারণ্য ভেঙে ফেলব। নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা গণঅভ্যুত্থানে লড়াই করেছিলাম, সেই জনগণের গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আগ পর্যন্ত এই যুদ্ধ চলবে।’