Site icon The Bangladesh Chronicle

নারীদের লিগে ১৭ গোল দিল তহুরা-সাগরিকারা

নারীদের লিগে ১৭ গোল দিল তহুরা-সাগরিকারা

নাসরিন স্পোর্টস একাডেমির কাছে ১৯-০ গোলে হেরেছিল জামালপুর কাচারিপাড়া ক্লাব। তারাই এবার ১৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। 

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার তহুরা করেন সাত গোল। চারবার জালের দেখা পেয়েছেন সাগরিকাও। তাছাড়া সুরভি আকন্দ প্রীতি ২টি এবং স্বপ্না রানী, কোহাতি কিসকু, মুনকি আক্তার ও সুরমা জান্নাত একটি করে গোল করেছেন।

৭ গোল করেছেন তহুরা খাতুন

আতাউর রহমান ভূঁইয়া মানিক কলেজের লিগের শুরুটা অবশ্য ভালো ছিল না। প্রথম ম্যাচেই নবাগত আর্মি স্পোর্টস ক্লাবের কাছে হেরে গিয়েছিল তারা। পরে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচটা ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জিতেছে ৬–০ গোলে। আতাউর রহমান ভূঁইয়া মানিক কলেজ স্পোর্টস ক্লাবের পয়েন্ট তিন ম্যাচে ছয়। কাচারিপাড়া তিন ম্যাচেই হেরে এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।

Exit mobile version